শুধুমাত্র এইচ এস সি পাশ হলেই এই জবের জন্য এপ্লাই করে ফেলতে পারেন। এপ্লাই করার আগে জেনে নিন কি ধরনের কাজ এবং কেমন সুবিধাদি পাবেন।
ওয়াল্টন এ কাজঃ
ওয়াল্টন মানেই কাজের এক বিশাল রাজ্য। কারন দেশব্যপি ছড়িয়ে ছিটিয়ে আছে ওয়াল্টনের শোরুম এবং ওয়াল্টন প্লাজাগুলো। প্রতিটি প্লাজাতে অসংখ্য লোকের দরকার পড়ে থাকে প্রতিদিন। এই ব্যপক লোকবলের চাহিদা পুরনের লক্ষ্যে ওয়াল্টনের সার্কুলারের অভাব পড়েনা কখনো। আরো মজার ব্যপার হল, যেহেতু মেইনলি বেচাকেনা রিলেটেড কাজ এবং কাস্টমার হ্যন্ডেলিং করাই মুল কাজ, তাই যারা এখানে কাজ করে থাকেন তাদের খুব বেশি উচ্চ শিক্ষিত হওয়ার দরকার পড়েনা। তবে কাজের পুর্বের অভিজ্ঞতা থাকলে খুব সহজেই জয়েনিং লেটার পাওয়া যায়।
পদের না কি?
হ্যা, এবার আসল কথায় আসা যাক। কারন কথায় কথায় আলোচনা না বাড়িয়ে মুল কথায় চলে গেলে আপনারা যারা কাজ করতে চান, তাদের জন্য সুবিধা হবে এবং সময় ও বাচবে।আসলে এটা হচ্ছে ওয়াল্টনের রিপ্রেজেন্টেটিভ পদের কাজ। এক কথায় সেলস রিপ্রেজেন্টেটিভ। ইলেকট্রনিক্স এবং ঘরে ব্যবহার করার পন্যের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে হবে।
আবেদনের সিস্টেম কি?
এই জবের জন্য যদি এপ্লাই করতে চান তাহলে আপনার একটি সিভি থাকতে হবে আপনার মোবাইল অথবা আপনার পিসিতে। অথবা আপনার পেন ড্রাইভে থাকলেও চলবে। তারপর যেটা করবেন সেটা হল, আপনার সেই সিভিটির সফট কপি পাঠিয়ে দিতে হবে নিচের ইমেল এড্রেসে
jobs@waltonbd.com
অবশ্যই মনে রাখবেনঃ
এই কাজ করতে যদি আগ্রহি হয়ে থাকেন তাহলে আপনাকে আরো বেশ কিছু ব্যপার মনে রাখা দরকার। যেমন ধরা যাক, আপনাকে দেশের যেকোন স্থানে কাজ করার মেন্টালিটি থাকতে হবে। আর যেহেতু এটা কাস্টমার কেয়ারিং টাইপের কাজ সেহেতু প্রচুর কাস্টমার হ্যন্ডেলিং করার জন্য যে কঠোর পরিশ্রম করতে হবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে।
আর আবেদন করার আগে আপনার সিভিতে স্পস্টভাবে উল্লেখ করবেন যে, এর আগে কোথায় কাজ করেছেন, কি ধরনের কাজ করেছেন এবং কেমন অফিসে কাজ করেছেন। কারন ১ বছরের কাজের অভিজ্ঞতা না থাকলে এই কাজের জন্য এপ্লাই না করাই ভাল।
মনে রাখবেন, এই কাজ ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিস লিমিটেডের আন্ডারে একটি বিশেষ সার্কুলার। তাই সিভির সাথে আপনার রিসেন্ট ছবি যুক্ত করতে ভুলবেন না। এছাডা সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র যাযা আছে সবকিছুর স্কেন্ড কপি ইমেলের সাথে যুক্ত করবেন।
HSC: 2.75 দুই বছর প্রাইমারী ইস্কুলে প্যারা টিচার হিসেবে কাজ করি
I need this job
Please contact me :01984179396
আমার ওয়াল্টন কপানিতে একটা চাকরির দরকার
degine galary & dress up. exprience of 2years. lot hard work