যমুনা ফিউচার পার্কে
জেনারেল ম্যনেজার পদের জন্য আবেদনকারিদের জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে। মার্কেটিং এবং ইভেন্টের কাজের জন্য শপিং মলের ভিতরে হবে এই জব।
এই জবটি প্রকাশ করেছে যমুনা ফিউচার পার্ক লিমিটেড কর্তৃপক্ষ। যেখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ টি।
আবেদনকারিকে অবশ্যই নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করার যোগ্যতা থাকতে হবে। সাথে হতে হবে ডাইনামিক বুদ্ধির অধিকারি। মনে রাখবেন, যমুনা ফিউচার পার্ক হচ্ছে যমুনা গ্রুপের একটি সিস্টার্স কনসার্ন।
এটি একটি ফুল টাইম জব। তার মানে হচ্ছে আপনাকে কোম্পানির নিয়ম অনুসারে মিনিমাম ৮ ঘন্টা অফিসে কাজ করতে হবে।
শিক্ষা কি চাওয়া হয়েছে?
আবেদনকারিকে হতে হবে মার্কেটিং বিভাগের ছাত্র। মার্কেটিং এ মাস্টার্স কমপ্লিট হতে হবে। অথবা মার্কেটিং রিলেটেড যে কোন বিষয়ে মাস্টার্স পাশ হতে হবে। আইবিএ থেকে এমবিএ করা থাকলে বিশেষ সুবিধা পাওয়া যাবে। তবে শিক্ষাগত যোগ্যতা কম হলেও চলবে শুধুমাত্র তাদের জন্য যাদের এই সেক্টরে পুর্বে কাজের বিশেষ অভিজ্ঞতা আছে।
এপ্লিকেন্টকে অবশ্যই ১০ থেকে ১৫ বছরের প্রেক্টিকেল কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।
আবেদনের নিয়মঃ
আপনার সিভি এই ইমেলে (hr@jamunagroup-bd.com) পাঠিয়ে দিতে পারেন অথবা নিচের ঠিকানায় আপনার সিভির প্রিন্ট কপি পাঠিয়ে দিলেও হবে।
জেনারেল ম্যনেজার (এইচ আর এন্ড এডমিন), যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, প্রগতি সরনি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯
ami diploma pass
ami diploma pass 01759542059
el Absurdo por que esto
richardger
I need a job