একজন অংকের টিচার দরকার পড়েছে কসমো স্কুল এন্ড কলেজে। শুধুমাত্র শুক্রবারে ছুটি পাওয়া যাবে। কাজ করতে হবে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা ৩৫ পর্যন্ত। ক্লাশ ওয়ান থেকে ক্লাশ টেনের ছাত্রছাত্রিদের গনিত বিষয়ে পাঠদান করাতে হবে। সাথে সাথে কিভাবে পড়াবেন সে বিষয়গুলো বানাতে হবে নিজে নিজে। এছাড়া কি কি জিনিসের দরকার পড়বে না পড়বে সেসব জিনিসের লিস্ট বানিয়ে ক্লাশের শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রে বিশেষ দক্ষতা থাকতে হবে। সাথে সাথে ক্লাশের গনিত বিষয়ে পরিক্ষার সকল প্রস্তুতি প্রস্তুত করার দক্ষতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতার দরকার নেই। অর্থ্যাত পুর্বে কোথাও কোন প্রকার কাজের অভিজ্ঞতা আছে কি না আছে সেটা কোন ইস্যু নয়। যে কেউ ম্যথমেটিক্স এ এম এস সি করা থাকলেই আবেদন করতে পারবেন। যেকোন পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা থাকতে হবে।
স্কুলটি যেহেতু মিরপুরে অবস্থিত, তাই কাজের ক্ষেত্র হবে মিরপুরে। যদি আগ্রহি হয়ে থাকেন তাহলে আপনার সিভি ইমেল করে দিনে এর ইমেলেঃ cosmo.recruitment100@gmail.com
অথবা স্কুলের ঠিকানায় সিভি জমা দিয়ে আসতে পারেন বা চিঠি পাঠাতে পারেন। স্কুলের ঠিকানা নিম্নরুপঃ
কসমো স্কুল এন্ড কলেজ, এইচ-১, আর-১, ব্লক-বি, মিরপুর – ১২, ঢাকা-১২১৬
0 thoughts on “টিচার নিয়োগ [বেতন ১৫ হাজার] ক্লাশ টেন পর্যন্ত HSC পাশ সকার ৮ থেকে ২ পর্যন্ত ক্লাশ – Male/ Female সরাসরি আধা ঘন্টার ক্লাশ নিতে পারলেই নিশ্চিত জয়েনিং”