পদের নাম রেস্টুরেন্ট সুপারভাইজার। তবে আড়ং রেন্টুরেন্ট ব্যপারটা কি সে ব্যপারে আমার কোন ধারনা নেই। যাই হোক এই পদের জন্য একটি সার্কুলার চোখে পড়ল তাই সার্কুলারটির ব্যপারে কথা বলা জরুরি বলে মনে হল।
এই জব যিনি করবেন তার দায়িত্তগুলো কি হবে সে সম্পর্কে যাযা বলা আছে সেদিকে নজর দেয়া যাক। বলা আছে, স্টোর এর সামনের এবং পেছনের অংশের যে কার্যকলাপ গুলো হচ্ছে সেগুলোর উপর নজর রাখতে হবে। এছাড়া উতপাদন এরিয়া এবং বিক্রয় এরিয়াতে যাতে উপযুক্ত সংখ্যক কর্মি কাজে নিযুক্ত অবস্থায় থাকে সেটিও নিশ্চিত করা এই জব যিনি করবেন তার বিশেষ দায়িত্ত।এছাড়া অর্থ সম্পর্কিত ফাংশন কিছুটা দেখাশোনা করতে হতে পারে যেমন মাঝে মাঝে হয়ত কাস্টমারের কাছ থেকে টাকা আদান প্রদান সম্পর্কিত ব্যপারগুলো দেখাশুনা করার পাশাপাশি নিজেকেও সেই কাজগুলো করতে হবে। শুধু তাই নয় স্টোরের নিরাপত্তার ব্যপারটাও দেখতে হবে সাথে সাথে টয়লেট সেনিটেশন ঠিকঠাক আছে কিনা সেগুলোর ব্যপারে দৃষ্টি রাখতে হবে। আবার কাস্টমার যারা কেনাকাটা করার জন্য আড়ং আসবেন তারা সঠিকভাবে সকল সেবা পাচ্ছে কিনা সেটা দেখে নিশ্চিত করতে হবে শতভাগ কাস্টমার সেটিসফেসশন। কাস্টমার যাবতিয় প্রয়োজন মেটানোর ব্যপারে মারাত্নক স্মার্ট হতে হবে। এছাড়া প্রতিদিনের পন্যগুলো সঠিক পরিমানে সঠিকভাবে আছে কিনা সেটাও দেখে রাখতে হবে।
শিক্ষাঃ
এইচ এস সি পাশ অথবা যে কোন গ্রেজুয়েশন করা থাকতে হবে ইউনিভার্সিটি লেভেলে। ৩য় বিভাগ ২ এর নিচে জিপিএ থাকলে হবেনা। সাথে থাকতে হবে ২-৫ বছরের কাজের অভিজ্ঞতা তাও আবার কাস্টমার সার্ভিস বিভাগে যেকোন প্রতিষ্ঠানের আওতায়। এছডা রেস্টুরেন্ট এ কাজের অভিজ্ঞতা থাকলে ভাল। আবার খাদ্য প্যকেজিং সেকশনে কাজ করা থাকলে বেশ ভাল।
প্রার্থিকে ২২ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে হতে হবে। সাথে থাকতে হবে কম্পিউটার চালনায় বিশেষ দক্ষতা। বাংলা ইংরেজিতে লেখা এবং কথা বলার দক্ষতা থাকা আবশ্যিক।
আড়ং এর এই জব ঢাকাতে পোস্টিং হবে বলে উল্লেখ আছে। বেতন কত হবে কিছুই উল্লেখিত নেই সার্কুলারে।
আবেদন করতে চাইলে career.aarong@brac.net এই ইমেলে সিভি পাঠাতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আড়ং সেন্টার ৩৪৬, তেজগাও ১২০৮ বানিজ্যিক এলাকায়। আবেদনের সাথে আপনার রিসেন্ট ফটো যুক্ত করতে ভুলবেন না।
I need this job.
HSC-2012.
I want to work there i think it’s interesting for me
I a agree
আমি inter দিয়ে ছিলাম 2016 তে but একটা বিষয়ে ক্রস থাকার কারনে আমি সেই SSC সার্টিফিকেট দিয়ে উওরা মেডিকেলে মেডিসিন বিভাগে পড়তেছি… আর ওই Inter Exam টা আমি আবার দিবো….
আর আমার অভিজ্ঞতার বিষয়টা হলো এমন, যে আমি SSC Exam এর পর দুই বছর ঘ্যাপ পরে মাঝখানে,তবে এই দুল বছরের মাঝে এক বছর আমি গাজীপুর “সাদিক মাস্টার একাডেমি এন্ড হাই স্কুল এ শিক্ষকতা করি…. এর পর এক বছর আমি একটা ট্রেক্সটাইল এ সহকারী ম্যানেজার পদে জব করি এবং এই জব এর পাশাপাশি আমি ড্যান্স ও থিয়েটার করি ও মিডিয়াতে নাটক,কৌতুক ও মিউজিক ভিডিওতে অভিনয় করি….
আর এখন মেডিকেলে পড়ার পাশাপাশি কম্পিউটার Ms Office এর কোর্স সম্পন্ন করতেছি…..
So, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যদি আপনাদের কোন পদে জব পাই তাহলে আমি খুবই উপকৃত হবো।
মোঃশাহাদাত হাসান (হৃদয়)
0790-189546/01977-103028
http://www.fmrbabcradio8920@gmail.com
I wnat to say, guest is always right ..
আমি ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়াশোনা না করি করুনার কারণে পরিক্ষা হচ্ছে না আমার এসএসসি পরীক্ষায় ব্যবসা শাখা থেকে পাশ করেছি এবং জিপিএ ৪ঃ০০ আর ইন্টার পাশ করেছি মানবিক থেকে জিপিএ ২ঃ৫০ আর ডিগ্রি তো আছে আমি কি আপনার কোম্পানি তে চাকরি টা করতে চাই আমার সিবি রেডি করা আছে স্যার