কি কি পদ আছে?
অনেকগুলো পদের সার্কুলার প্রকাশ করেছে পাসপোর্ট অফিস। তবে ১ টি পদ আছে যেটিতে আপনি এইচ এস সি পাশ হলেই আবেদন জমা দিতে পারবেন। এই পদের মোট সংখ্যা ১০ টি। যাই হোক, এইচ এস সি পাশের জবটির ব্যপারে কথা বলার আগে জেনে নেয়া যাক আর কি কি পদের সার্কুলার এসেছে পাসপোর্ট অফিস থেকে।
পদের নামগুলো নিচে নাম্বারিং এর মাধ্যমে ক্রোনোলজিক্যল অর্ডারে লিপিবদ্ধ করে দিলামঃ
১। কম্পিউটার টাইপিস্ট (অফিস সহকারি মুলত),
২। একাউন্টেন্ট (এসিস্টেন্ট হিসেবে),
৩। ডাটা এন্টি এন্ড কন্ট্রোল অপারেটর,
৪। গাড়ির ড্রাইভার এবং
৫। অর্থ সরকার।
Ami kortey cai kivabey apply korbo