এস এস সি পাশেই সরকারি এই চাকরির সার্কুলার প্রকাশ করেছে ফুড মিনিস্ট্রি। পদের নাম উল্লেখ্য আছে অফিস সহায়ক। বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে থাকলেই এস এস সি পাশে এই জবের জন্য আবেদনের সুযোগ রাখা হয়েছে। মোট ১৩ টি পদ আছে এই পোস্টের জন্য। বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা একই রকম পরিক্ষায় পাশ যারা তারা আবেদন করার নিয়ম আছে এই পদের বিপরিতে। তবে কিছু জেলা উল্লেখ করে দেয়া হয়েছে যাদেরকে আবেদন করতে নিষেধ করা হয়েছে। এই জেলাগুলো হল ফরিদপুর, মাদারিপুর, কিশোরগঞ্জ, টাংগাইল, লক্ষিপুর, নোয়াখালি, রাজশাহি, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাও, মাগুরা, বাগেরহাট, সাতক্ষিরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা। তাই, আপনি যদি উপরের জেলাগুলোর বাসিন্দা হয়ে থাকেন থাহলে আবেদন করা থেকে বিরত থাকবেন দয়া করে।
বেতনের কথা উল্লেখ আছে ৮২৫০ থেকে ২২৪৯০
আবেদন করার সকল নিয়ম কানুন নিচের ইমেজে ৬ নং জবের সার্কুলারের মুল কপিতে দেখতে পারবেন।
যাদের নিচের ইমেজ দেখতে পারছেন না ক্লিয়ারলি তার এখানে গিয়ে পরচ্ছন্ন সার্কুলারটি দেখে নিতে পারবেন
এছাডাও আপনি লক্ষ্য করে থাকবেন যে এখানে আরো বেশ কিছু দারুন দারুন পদের উল্লেখ আছে খুবই কম শিক্ষায়। যেমন এইচ এস সি পাশেই একটি চাকরির দারুন আফার আছে ৫ নং সার্কুলারটি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন।
amr honours complate,emmergency amr 1ta jober dorker,6.offic sohayok ei pode job korte cai kindly janaben,01737185642
ami hsc complete korcei