পদে নামঃ এসিস্ট্যন্ট ম্যানেজার – ব্র্যক এর শিক্ষা প্রোগ্রামের আওতায় ক্যরিকুলাম এবং ম্যটেরিয়াল উন্নয়ন বিভাগ।
কাজটা কি?
- ব্র্যাক এর যে শিক্ষা প্রোগ্রাম আছে এবং সেসব প্রোগ্রামের জন্য যেসব শিক্ষার উপকরনসমুহ ব্যবহার করা হয়ে থাকে- যেমন ধরা যাক বই খাতা পেন্সিল কলম এবং অন্যান্য যাবতিয় জিনিস যা শিক্ষার জন্য লাগে সেসব উপাদানগুলোর রিভিউ করে উন্নয়ন করতে হবে।
- এছাডা শিক্ষার মেথলজি দেখে সেগুলোর উন্নয়ন করে সামনের দিকে ব্র্যকের চালিত শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়ে ব্র্যাকের ছাত্রছাত্রিদের কোয়ালিটি উন্নয়ন করার কাজটিও এই পদে বহাল ব্যক্তিকেই করতে হবে।
- ছাত্রছাত্রীদের পাঠদানকালে যদি কোন সমস্যার উদ্রেগ হয় সেগুলো অনুধাবন করতে হবে। এই অনুধাবন পর্ব সমাপ্ত হবার পর শিক্ষার সমস্যাগুলোর পুংখ্যনুপুংখভাবে চিন্নিত করতে হবে এবং লিপিবদ্ধ করে সাজাতে হবে।
- এরপর সেযব সমস্যা উতপাটন করা হবে সেগুলোর ব্যপারে শিক্ষককে জানাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে ঠিক কিভাবে পাঠদান করা হলে সঠিক শিক্ষার উন্নয়ন হবে।
- এই শিক্ষা প্রোগ্রামের আওতায় যেসব ট্রেনিং উপাদান আছে সেগুলোর ভালকরে চেক করে দেখতে হবে এবং আর কিকি উপাদানের দরকার অথবা যেসব উপাদান আছে সেগুলোর আর কিকি উন্নয়ন দরকার সেগুলো ইভালোয়েট করতে হবে। তারপর প্রয়োজন অনুসারে সকল পন্য সরবরাহের ব্যবস্থা করতে হবে।
শিক্ষা কি কি লাগবে?
এই জবটি উচ্চশিক্ষিতদের জন্য। মাস্টার্স করা হতে হবে। তাও আবার বেশ ভাল রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। অথবা যেকোন রিনাউন্ড ইন্সস্টিটিউশন থেকে মাস্টার্স করা হলেও হবে। বিষয় উল্লেখ করে দেয়া হয়েছে। মানে হচ্ছে নির্দিস্ট বিষয়গুলোতে মাস্টার্স করা থাকতে হবে। অন্য বিষয় হলে হবেনা। বিষয়গুলো হলঃ হিউম্যন রাইটস অথবা সোসাল ওয়ার্ক। এছাড়া জেন্ডার রাইট অথবা চাইল্ড রাইট এ মাস্টার্স হলেও সমস্যা নেই। যারা ল পড়েছেন তারাও আবেদন করতে পারবেন। অথবা ইন্টারন্যশনাল ল পড়েছেন যারা তারা পারবেন এপ্লাই করতে। এছাডা আরেকটি সাব্জেক্ট আছে ইকোনোমিক্স ডেবেলপমেন্ট সেটাতেও মাস্টার্স থাকলেই হবে। তবে মিনিমাম সেকেন্ড ডিভিশন অথবা সেকেন্ড ক্লাশধারি হতে হবে। অথবা একই মাত্রার জিপিএ থাকতে হবে।
অভিজ্ঞতা লাগবে কি?
অভিজ্ঞতাতো লাগবেই। ৩ বছরের রিলেভেন্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
যেকেউ এপ্লাই করতে পারবেন?
না। শুধুমাত্র ফিমেল ক্যন্ডিডেটরাই এই জবের জন্য আবেদনযোগ্য। তাই ফিমেল ছাড়া অন্যরা এই জবের জন্য এপ্লাই করবেন না। বয়সের কোন উল্লেখ নেই। বেতনের কথাও উল্লেখ নেই। তবে ফেস্টিবাল বোনাস সাস্থ এবং জীবন বিমা সুবিধা আছে। এই জব করতে হবে কক্স বাজারে।
আবেদন করার নিয়ম কি?
আবেদন করতে হবে অনলাইনে। এখানে গিয়ে আবেদন জমা করে দিতে পারবেন। তাই এখানে চলে যান (Apply Online)
Name : Mithun biswas
Direct : Narail
: S S C
mm.mithunbiswas@gmail.com
Name : Mithun biswas
Direct : Narail
: S S C
mm.mithunbiswas@gmail.com
I am student of hons .I will get this job
tadalafil generic – viagra vs tadalafil tadalafil 10 mg