ভিভো মোবাইল ৩ টি পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ১ টি পদের নাম সেলস বিভাগে ট্রেইনি অফিসার। আরেকটি পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ৩ নং পদের নাম ফিন্যন্স বিভাগে এক্সিকিউটিভ অথবা সিনিয়ার এক্সিকিউটিভ। ৩ টি পদের জন্যই অভিজ্ঞতার কথা উল্লেখ আছে। বলা আছে মিনিমাম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। এর অতিরিক্ত অভিজ্ঞতা সম্মন্য ব্যক্তিগন আবেদন করা থেকে বিরত থাকলেই ভাল। নিচের এই ৩ পদের প্রতিটিতে আর কিকি চাওয়া হয়েছে সেটা উল্লেখ করে দিচ্ছি।
আবেদনের নিয়ম আগে জেনে নিন পরে শিক্ষার কথা বলছিঃ
এই ঠিকানায় আপনার সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন। পুলিশ প্লাজা কনকর্ড, ২ নং প্লট, ১৪৪ নং রোড, গুলশান আবাসিক এলাকা মডেল টাউন, ঢাকা।
শিক্ষার ব্যপারে আসা যাকঃ
- ১ নং পদের জন্য শিক্ষা চাওয়া হয়েছে মার্কেটিং বিভাগে গ্রেজুয়েশন
- ২ নং এর জন্য যেকোন বিষয়ে গ্রেজুয়েশন এবং
- ৩ নং পদের জন্য আপনাকে হতে হবে ফিন্যন্স অথবা একাউন্টিং বিভাগে এমবিএ আর সাথে থাকতে হবে বিবিএ। শুধু তাই নয় রেজাল্ট বেশ ভাল থাকতে হবে।
উপরের ৩ পদের জন্য যে শিক্ষা চাওয়া হয়েছে সেটার প্রতিটি হতে হবে যেকোন সনামধন্য ইউনিভার্সিটি থেকে।
BBA hale abedon kora jabe ki??..MBA running aci…subject ..accounting.
I would like to do this job.I have 1 year experience front dask job and I have comleted honors and masters runing
apply
Implementation Manager, Taurus International LTD
I would like to do this job.I have comleted BBA In accounting and MBA Running, Am I capable for this job?
I am interested
Vivo