প্রতি বছর ৩০০০ মানুষের লাশ আসে বিদেশ থেকে যারা কাজের সন্ধানে বিদেশ যায় বাংলাদেশ থেকে।
কিছু কিছু ব্যপার থাকে সরকারের জন্য খুবি স্পর্শকাতর হয়ে থাকে। অকারনে মানুষের মৃত্যুর খবর সরকারের জন্য সেরকম একটি ব্যপার।
আমরা জানি প্রতিবছর প্রচুর লোক বিদেশে কাজের জন্য আমাদের দেশ থেকে পাড়ি জমায়। মুল ব্যপারটি হচ্ছে গত এক যুগে বিদেশে কাজের জন্য যাওয়া কর্মীদের মধ্য থেকে প্রতি বছরে গড়ে ৩ হাজার মানুষের লাশ ফেরত আসে আমাদের এই বাংলাদেশে।
এরকম একটি তথ্য আমি যখন জানতে পারলাম তখন আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গিয়েছিল। খরবটি শোনার পর আমি সাথে সাথে আমার ২ চাচাতো ভাইয়ের বিদেশে কাজের জন্য যাওয়ার সকল প্রকৃয়া বন্ধ করে দিয়েছি অলরেডি।
যাইহোক এই ব্যপারটি সরকারের জন্য মারাত্নক স্পর্শকাতর বলেই আমার মনে হয়েছে। তারপরেও সরকারের পক্ষ থেকে তথ্যটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারন তথ্যটি না জানলে একদিন হয়তোবা আমাকেও দেখতে হতো আমার ২ চাচাতো ভাইয়ের লাশ।
আশাকরি বিদেশে কাজের জন্য যাওয়া সকলেই এখন থেকে বিদেশ যাওয়ার ব্যপারে আরো বেশি সতর্কতা অবলম্বন করবেন।
2010 pass class
buy tadalafil online reddit – viagra vs tadalafil tadalafil liquid