সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সরকারি বিভিন্ন পদের (৯ নং) জন্য সার্কুলার প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ। ৮ম শ্রেণী থেকে শুরু করে এস এস সি এবং এইস এস সি পাশ থাকতে হবে এপ্লাই করার জন্য। বেতনের কথা উল্লেখ আছে ৯০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত (সর্বোচ্চ), সাথে সরকারি সকল সুবিধা যুক্ত আছে অবশ্যই।
আবেদন জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০১৮ সাল।
পুর্নাংগ বিজ্ঞপ্তিঃ
আবেদন জমা দিতে আগ্রহীগন পুর্নাংগ বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিয়ে তারপর আবেদন জমা দিবেন দয়া করে। পুর্নাংগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। যে পুর্নাংগ বিজ্ঞপ্তিটি এখানে ক্লিক করে পাবেন সেটিই এই সার্কুলারের আসল ফ্রেশ কপি। তাই সেই ফ্রেশ কপিতে যা যা উল্লেখ আছে তাই হচ্ছে এই বিজ্ঞপ্তির নির্জাস।
আবেদনের ফর্ম ফিলাপঃ
ডাইরেক্ট আবেদন জমা দিতে চাইলে এখানে ক্লিক করে ৯ নং জবের জন্য আবেদন ফর্ম ফিলাপ করে জমা করুন। ফর্ম ফিলাপের আগে দয়া করে অবশ্যই সার্কুলারের মুল কপি ভাল করে পড়ে নিবেন। ফর্মে উল্লেখিত সকল ঘর স্পস্ট এবং সঠিক তথ্য দিয়ে পুর্ন করবেন। ভুল তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করলে পুরো চেষ্টাই নষ্ট হয়ে যাবে। তাই সাবধানে এবং ঠান্ডা মাথায় ফর্ম ফিলাপ করবেন।
কিছু নিয়ম কানুনঃ
১। যেহেতু সরকারি চাকরি সেহেতু কোটা থাকবে এটাই সাভাবিক। এই সার্কুলারের সাথে সংশ্লিষ্ট সকল পদের জন্যও আবেদনকারি নির্দিষ্ট কোটার ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। তবে যদি কোন প্রার্থী কোটার মাধ্যমে এপ্লাই করতে চান সেক্ষেত্রে কোটার সনদপত্র জমা দিতে হবে।
অামি করবো অাবেদন করতে কি কি লাগে
hsc pass
Name :AL-Amin Mollah Feather Name :Abdul Mannan Mollah Vill: Shotpa p.o: United Academy Khalia Dist: Gopalgonj Edphone 01952502735 Education
SSC examiner
ssc-4.50/HSC-3.80..BSc(pass)result not published
Name: Miskat Sarder
SSC pass
Faridpur,Dhaka