মুলত বেসরকারি ব্যাংক এবং কিছু ফিনানশিয়াল প্রতিষ্ঠানে এই ধরনের চাকরির অফার থেকে থাকে।
বেসরকারি ব্যাংকগুলো সরকারি ছুটির দিন যেমন শুক্র এবং শনিবার বন্ধ থাকলেও, প্রচুর কাজ হয়ে থাকে এই বন্ধের দিন গুলোতে। কিন্তু সমস্যা হচ্ছে, এই বন্ধের দিন গুলোতে কাজের জন্য অফিসিয়াল যারা কাজ নিয়মিত কাজ করেন, তাদেরকে পাওয়া যায়না।
এ কারনের এই সকল অফিসে শধুমাত্র এই শুক্রবার এবং শনিবার এবং সরকারি অন্য বন্ধের দিনে কাজের জন্য বাড়তি কিছু লোক নিয়োগের প্রয়োজন পড়ে।
এই বাড়তি লোকের চাহিদা মেটাতে ব্যাংক গুলো থেকে শুধুমাত্রে এই শুক্র শনি এবং অন্য সরকারি ছুটিতে কাজের জন্য বিশেষ বাড়তি লোক নিয়োগ দিয়ে থাকে।
আবেদন জমা দেবার প্রকৃয়া – How to Apply:
সমস্যা হচ্ছে, এইসব কাজের জন্য লোক নিয়োগের জন্য বিশেষ কোন সার্কুলার প্রকাশ করা হয়না। যেহেতু এটা পার্ট টাইম ভিত্তিতে কাজ তাই লোক নিয়োগ গুলো পরিচিতদের থেকে হয়ে থাকে।
এই কাজের জন্য তেমন কোন শিক্ষা বা অভিজ্ঞতার প্রয়োজন পড়েনা। বেতন বেশ ভাল দেয়া হয়ে থাকে। মুলত ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত সেলারি দেয়া হয়ে থাকে শুধুমাত্র ১ দিনের জন্য।
এই কাজ পেতে হলে আপনার পরিচিত বন্ধু বান্ধব, আত্নীয় যারা ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে কাজ করছে তাদের সাথে কথা বলতে হবে। তাদেরকে জিজ্ঞেস করুন, এমন কোন কাজের অফার তাদের অফিসে চলছে কিনা। যদি চলে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ডুকে যেতে পারবেন সেইসব কাজের জন্য।
এইসব কাজের জন্য ব্র্যাক ব্যাংক অন্যতম। তাই যদি পরিচিত কেউ ব্র্যাক ব্যাংকে কাজ করে তবে তার সাথে বেশি জোড় দিয়ে কথা বলুন। আশা করি পেয়ে যাবেন।
01911581707 please give me opuchinity
Hamare Jab Ghar Hai
01799882302
please give me a opurchinity
please give me a oppurtunity…
please give me a opportunity…
please give me a opportunity (comilla district)
Mahmudur Rahman. Phone: 01911228863. Dhanmondi