বেশ কিছুদিন ধরেই অনলাইনে ঢুকলেই একটা স্টেটাস খুব চোখে পড়ছে। বাংলাদেশ রেলওয়ে নাকি এইস এস সি পাশেই ২২ হাজার টাকা বেতনে লোক নিয়োগের বিজ্ঞপ্তি ছেড়েছে। প্রথমে আমি পাত্তা দেইনি। কারন অনলাইনে তো কত কথাই ঘুরে বেড়ায়। সব কথায় কান দিতে গেলে নিজের কানের ১২ টা বেজে যাবে নিশ্চিত। কিন্তু তারপর প্রায় সপ্তাহ খানেক একের পর এক পোস্ট দেখে ভাবলাম, ঘটনাটা কি একটু যাচাই বাছাই করে দেখা দরকার। অনেক বন্ধু বান্ধবও কল দিয়ে দিয়ে অস্থির করে দিচ্ছে, এটা জানার জন্য যে, ঘটনা সত্যি কিনা এবং সত্যি হলে কেমনে কি করতে হবে তা জানানোর জন্য।
তো, আমি একদম জেনুইন সোর্স থেকেই একদম পার্ফেক্ট খবর বের করার জন্য সবার আগে গুগলের সহায়তা নিলাম। গুগলে সার্চ দিলাম “রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১” লিখে। যে পরিমান রেজাল্ট পেলাম তাতে আমি পুরাই মাথা পাগলা হয়ে গেলাম। But the good news is, একেবারে উপরে সার্চ রেজাল্টের প্রথমেই ছিল ১০০ ভাগ জেনুইন একটি রেজাল্ট। সবার উপরে যে রেজাল্টটি ছিল সেটার ছবি নিচে দিলাম।
সবার উপরে থাকা এই রেজাল্ট সত্যিকার অর্থেই জেনুইন লিংক। কারন লিংকের দিকে লক্ষ্য করে দেখুন, <GOV.BD> এই কথা লেখা আছে সবার শেষে। মনে রাখবেন, যেই ওয়েব লিংকের শেষে gov.bd লেখা থাকবে সেটা সরকারি ওয়েবলিংক। এবং যেহেতু সরকারি ওয়েবলিংক সেহেতু সেই লিংকে আপনি যে তথ্য পাবেন সেগুলো ১০০ জেনুইন তথ্যই হবে।
এরপর, সেই লিংকে প্রবেশ করে দেখতে পেলাম, নানা ধরনের বিজ্ঞপ্তির একটি লিস্ট। লিস্ট এর ছবিটা নিচের মত।
এই ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক উপরে প্রথম ১ এবং ২ নং এ দুটি সার্কুলারের কথা উল্লেখ আছে। ২ নং টা হচ্ছে পয়েন্টম্যান পদের জন্য এবং ১ নং টা হচ্ছে খালাসি পদের জন্য। পয়েন্টম্যন পদের জন্য এপ্লিকেশন অলরেডি চলমান আছে এবং ১ নং খালাসি পদের এপ্লিকেশন গ্রহন শুরু হবে ডিসেম্বরের ২০ তারিখ থেকে।
যাইহোক, সবকিছু ঘাটাঘাটি করে দেখলাম যে, যেই খবর কয়েকদিন ধরে অনলাইনে ঘুরে বেরাচ্ছে সেটা সত্যিই ছিল। তবে খালাসি পদের জন্য বেতন ২২০০০ টাকা না। বেতন শুরু হবে ৮২৫০ টাকা থেকে এবং বাড়তে বাড়তে চাকরির এক পর্যায়ে ইনকৃমেন্টের মাধ্যেমে ২১০১০ হবে। সবকিছু মিলিয়ে ২২০০০ এর মত সেলারি হবে চাকরি জীবনের কোন এক পর্যায়ে।
সবশেষে বলতে চাই, সার্কুলারটা সঠিক এবং আপনি চাইলে দরখাস্ত জমা দিতে পারেন অনলাইনে। এপ্লাই করার জন্য এখানে ক্লিক করতে পারেন। এই লিংকে ক্লিক করে এপ্লাই করলে আপনি সরাসরি চলে যেতে পারবেন, এপ্লাই করার একদম ১০০ ভাগ জেনুইন প্লেসে।
আসসালামুয়ালাইকুম,
এটা দেখে আমি সত্যিই খুব আনন্দিত। সরকারি খ্যাতে এতো ভালো একটা সুযোগ আর চোখে পরেনি। তাই ভাবলাম সুযোগ টি কিভাবে কাজে লাগানো যায়।
আমি এই জব করতে চাই
Ami ai job korte cai
Thanks