ওয়াক ইন ইন্টার্ভিউ কথাটার মানে হচ্ছে, সিভি নিয়ে অফিসে গিয়ে ইন্টার্ভিউ দিতে হবে সরাসরি। আবুল খায়ের থেকে ওয়াক ইন ইন্টার্ভিউয়ের মাধ্যে নিয়োগের ১ টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কি কি লাগছে?
শিক্ষা কি লাগবে সেটার কথা আগে বলা যাক। মুলত এইচ এস সি পাশ হলে আবেদন করা যাবে। তবে আবেদন কারীকে চটপটে স্বভাবের হলে ভাল হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটিতে।
আবেদন জমার সিস্টেম কি?
এপ্লাই করার জন্য এখানে ক্লিক করে সবার আগে মুল সার্কুলারটি দেখে নিন। সেই সার্কুলারে ঠিক যেভাবে বলা আছে সেভাবে এপ্লাই করলেই হবে।
Nice